হযরত লূত (আলাইহিস সালাম)–এর স্ত্রী।
তাফসীর ও হাদীসে এসেছে, তিনি কুফরি ও অবাধ্যদের পক্ষে ছিলেন। আল্লাহ্র খাদর (গাবদা) আজাবে তিনি ধ্বংস হন। অনেক বর্ণনায় “পাথরবর্ষণে ধ্বংস” বলা হয়েছে—অর্থাৎ আক্ষরিকভাবে পাথরে পরিণত হওয়া নয়, পাথর নেমে এসে তিনি ধ্বংস হয়েছিলেন।