হিদায়া গ্রন্থের ব্যাখ্যাগ্রন্থ “আশরাফুল হিদায়া” গ্রন্থটি একাধিক আলেমের যৌথ সংকলন। সংকলকগণ হচ্ছেন—
১. হজরত মাওলানা মোঃ অছিউর রহমান
স্বনামধন্য মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ্ মালিবাগ, ঢাকা।
২. হজরত মাওলানা আবূ বকর
স্বনামধন্য মুহাদ্দিস, দারুল উলূম টঙ্গী, গাজীপুর।
৩. হজরত মাওলানা মুফতী হাবীবুল্লাহ্
স্বনামধন্য মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, গুলশান, ঢাকা।
♦️ সম্পাদক:
মাওলানা আহমদ মায়মূন
স্বনামধন্য মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ্ মালিবাগ, ঢাকা।