নির্বাসিত জীবনে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের স্হান হয়েছিল বৃটিশ আর্মির ক্যাপ্টেন নেলসন ডেভিসের বাংলো সংলগ্ন গ্যারাজে! মৃত্যুর পর কোন চিন্হ না রেখে তাঁর কবরও মুছে ফেলা হয়েছিল। ১৯৯১ সনে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোড়া হলে ১২৯ বছর পর সম্রাটের কবরটি আবিস্কৃত হয়।