কাফকাজের (ককেশাস এর) খিসার গোত্রের শাসক অষ্টম শতাব্দীতে ইহুদি ধর্ম গ্রহণ করে নেয়। ইহুদিরা খিসার গোত্রের মধ্যে নিরাপত্তা ও নিশ্চয়তার জীবনযাপন করছিল। কিন্তু রাশিয়ার ওপর তাতারদের আক্রমণের ফলে সেখান থেকে পলায়ন করে পূর্ব ইউরোপে চলে আসতে বাধ্য হয়। অতঃপর এখান থেকে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। রাশিয়া ও পোল্যান্ড থেকে ছড়িয়ে পড়া এই ইহুদিদেরকেই আশকানাজি ইহুদি বলা হয়, যারা আজকের সমস্ত ইহুদির তথা ইহুদী বিশ্বের আশি শতাংশ। মজার ব্যপার হলো, এই আশি শতাংশ হচ্ছে নিতান্তই ইহুদি দাবিদার, কিন্তু তারা আসল ইহুদি নয়; বরং খিসার গোত্রের ইহুদি। কেননা, আসল ইহুদীরা রক্তে-মাংসে বনী ইসরায়েলের বংশধর না হলে তাদেরকে আসল ইহুদী মনে করে না।
তথ্যসূত্রঃ- "ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার", পৃষ্ঠা নং - ১০৮