ইউরোপের ইহুদীদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল মধ্যযুগে। তখনকার যুগে ইহুদীরা মুসলিমদের আন্দালুসে বসবাস করত। ইহুদীরা নিজেরাই সেই সময়কে ইহুদীদের সোনালি যুগ হিসেবে গণ্য করে। এখানে (আন্দালুসে) তারা উত্তর আফ্রিকার মুসলিম এলাকাগুলো থেকে এসেছিল। আর ইহুদীদের ইউরোপে আসার দ্বিতীয় রাস্তা ছিল তুর্কি হয়ে। কিন্তু এই পথে অনেক কম ইহুদি ইউরোপে এসেছিল, কেননা তারা মুসলিম বিশ্বে জিম্মি হিসেবে নিরাপদে বসবাস করতে পারলেও খ্রিষ্টানদের হাতে গণহত্যার শিকার হতো। এই দুই রাস্তা দিয়ে আসা ইহুদীদের আজ সাফার্ডিক ইহুদি বলা হয়, তারা আজকের সমস্ত ইহুদীর তথা ইহুদী বিশ্বের বিশ শতাংশ। আর এরাই হলো আসল ইহুদী তথা বনি ইসরাইলের মূল বংশধর।
তথ্যসূত্রঃ- "ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার", পৃষ্ঠা নং - ১০৮