সর্বপ্রথম -
ফরজ হয়: দুই ওয়াক্ত নামাজ
স্থান: মক্কায়
সময়: নবুওতের প্রথম দিকে
পরে মিরাজের রাতে (ইসরা ও মিরাজ) — পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। সূত্র: সহিহ বুখারি ও মুসলিম।
রাসূলুল্লাহ ﷺ যখন মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ তা'আলা ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন। পরে মুসা (আঃ)-এর পরামর্শে দয়া করে তা কমিয়ে ৫ ওয়াক্তে নির্ধারণ করা হয়।
কুরআনের ইঙ্গিতঃ-
“নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।”
(সূরা আন-নিসা ৪:১০৩)