হলিউডে এ পর্যন্ত কোন্ কোন্ নবীর জীবনী নিয়ে মুভি নির্মিত হয়েছে? নবীর জীবনী নিয়ে মুভি কন্টেন্ট নির্মাণ করতে গিয়ে দেখা গেছে কোনো কোনো মুভিতে অভিনেতাকে নবী সাজতে হয়েছে এবং নবী চরিত্রে অভিনয় করতে হয়েছে নাউজুবিল্লাহ্। এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য?