মানুষের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক (Skin)।
ত্বক আমাদের শরীরকে ঢেকে রাখে এবং এটি শরীরের বাইরের ক্ষতিকর জীবাণু, সূর্যের অতিবেগুনি রশ্মি, আঘাত ইত্যাদি থেকে রক্ষা করে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের ত্বকের মোট ক্ষেত্রফল প্রায় ১.৫–২ বর্গমিটার এবং ওজন প্রায় ৩–৪ কেজি পর্যন্ত হতে পারে।