২৬ দিনে আমার স্ত্রীর পিরিয়ড হয়, মার্চ মাসের ৪ তারিখে তার লাস্ট পিরিয়ড হয়, সেই হিসেবে মার্চের ৩০ তারিখে হওয়ার কথা কিন্তু এখনো শুরু হয় নাই। কোনো মাসে এমন হয় নাই আর আজকে প্রেগনেন্সি টেস্ট করলাম, প্রথম দাগটা একদম হালকা বুঝা যায় দ্বিতীয় দাগটা একদম গাড়, এখন কি সে প্রেগনেন্ট হইছে?