আমরা জানি, ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। একই পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বেশি হলে ঘনত্ব কম হয় এবং তাপমাত্রা কম হলে ঘনত্ব বেশি হয়। প্রচণ্ড রোদে পুকুরের উপরের পানির তাপমাত্রা নিচের পানির তাপমাত্রার চেয়ে বেশি থাকে। তাই উপরের পানির ঘনত্ব নিচের পানির অপেক্ষা কম হয়। অতএব বলা যায়, তাপমাত্রার তারতম্যের কারণে প্রচণ্ড রোদে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয়।