প্রোফেজ ও টেলোফেজ দশার দুটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো:
"প্রোফেজ দশা":
*ক্রোমোজোম থেকে পানি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়।
*পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে।
"টেলোফেজ দশা":
*ক্রোমোজোমগুলো পানি শোষণ করে ক্রমান্বয়ে প্রসারিত হয়ে সরু ও লম্বা হয়।
*নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে।