কম্পিউটারের ভাষা বাইনারি, অর্থাৎ ০ এবং ১ । যাকে ম্যাশিন ল্যাংগুয়েজ বলা হয়। কম্পিউটার ০ এবং ১ ছাড়া কোন কিছু বোঝে না। কম্পিউটারে যখন কোন প্রোগাম তৈরি করা হয় বা যে কাজই করা হয় তা কম্পাইলার নামক একটি অনুবাদক প্রোগাম বাইনারিতে রুপান্তর করে কম্পিউটারকে জানায়।