প্রথমে আপনার ফোনের অপেরাটি চালু করেন। তারপরে
menu>tools>setting>network এ যান।
এরপর নতুন যে পেইজ আসবে সেখানে opera mini server এর নিচের বক্স তে এই কোডটি বসানঃ
socket://server4.operamini.com:1080
তারপর reset server at an error এর নিচের off তে ক্লিক করেন।
তারপর আরেকটু নিচে গিয়ে দেখুন এক যায়গায় লেখা আছে shadow connection । এই বাটনটি অন করে নিন।
এরপর কল বাটনের উপরের বাটন ক্লিক করে সেইভ করে দিন। তারপর আপনার ব্রাউজারটি একবার বন্ধ করে আবার অন করুন। এবার আপনার কাজ শেষ।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ব্রাউজিং স্পিড বেড়ে যাবে।