ইসলামের মূল ভিত্তি ৫ টি।
১. কালেমা। ইসলাম গ্রহণ করতে হলে প্রথমেই কালেমা পড়তে হবে এবং মনে-প্রাণে বিশ্বাস করতে হবে।
২. নামাজ। ইসলাম গ্রহণের পরপরই নামাজ পড়তে হবে।
৩. রোজা। ইসলাম গ্রহণের পর রমযানের মাস আসলে রোজা পালন করতে হবে।
৪. যাকাত। নিয়মিত যাকাত প্রদান করতে হবে এবং
৫. হজ্জ। হজ্জের উপযুক্ত হলে হজ্জ পালন করতে হবে।