☞বিভিন্ন ফাঁদ ব্যবহার করা( আঁঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ ইত্যাদি)
☞গাছের বা জমির চারপাশে জাল দিয়ে ঘিরে দেওয়া।
☞ফলের ক্ষেত্রে ফ্রুট ব্যাগিং করা।
☞মাটিতে থাকা পোকা মাকড় মারার জন্য মাটি শোধন করা ( সোলারাইজেশন, মালচিং, ফ্লাডিং, কীটনাশক প্রয়োগ ইত্যাদি)
☞বীজ শোধন করা।
☞গাছে ছাই ছিটিয়ে দেওয়া।
☞পোকার আবাসস্থল নষ্ট করে দেওয়া।
☞পোকা ও পোকার ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেলা।