যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি নির্দিষ্ট কিছু শর্ত পূরণকারীদের জন্য বাধ্যতামূলক। যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে এবং তা পূর্ণ এক বছর অক্ষত থাকে, তাদের ওপর যাকাত ফরজ হয়। নেসাব হলো নির্দিষ্ট পরিমাণ সোনা, রুপা বা সমমূল্যের সম্পদ। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলমান পুরুষ ও নারীর ওপর যাকাত প্রযোজ্য। তবে ঋণগ্রস্ত, দরিদ্র বা যাদের কাছে নেসাবের কম সম্পদ আছে, তাদের ওপর যাকাত নেই। যাকাত মূলত গরিব, অসহায়, ঋণগ্রস্ত ও আল্লাহর পথে ব্যয় করার জন্য নির্ধারিত।