না, পায়ুপথে যৌন মিলন ইসলামী শরীয়তে বৈধ নয়, এটি হারাম এবং বড় ধরনের কবিরা গুনাহ। তাছাড়া ডাক্তারি মতেও পায়ু পথে মিলন করা নিয়ে নিষেধ আছে। এতে পুরুষের যৌন রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া নারীর পায়ু পথ যৌনির মত নরম মাংসল পিচ্ছিল নয় বলে এতে অনেক কষ্ট হয়। মল দ্বার ফেটে যেতে পারে, স্ফিংটার নষ্ট হতে পারে। ফলে পায়খানা আটকে থাকবে না। যখন তখন পায়খানা বের হয়ে আসতে পারে। তাই পর্ণ ছবির দেখানো ভিডিও অনুসরণ না করাই উত্তম।