দ্রুত বীর্যপাত হলে ঠিক কী কারনে হচ্ছে সেটা জানা জরুরী। কারন শারীরিক দূর্বলতা থেকে হতে পারে, বীর্য পাতলা হলে হতে পারে, মানসিক কারনে হতে পারে, অত্যাধিক নেশা থেকে হতে পারে, দীর্ঘদিন হস্তমৈথুনের কারনে হতে পারে।
কাজেই কারন জেনে ওষুধ খেলে দ্রুত ঠিক হয়ে যাবে ।
তবে আপাতত Oxapro 10 প্রতিদিন সকালে একটি করে এক মাস খাবেন। আর নিয়মিত কেগেল এক্সারসাইজ করবেন। আশা করি সমাধান হয়ে যাবে।