মহররম ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি চারটি পবিত্র মাসের একটি। এই মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের সংখ্যা বারোটি... এর মধ্যে চারটি পবিত্র।” (সূরা আত-তাওবা ৯:৩৬)।
মহররমের ফজিলত:
এটি আল্লাহর বিশেষ মাস।
এ মাসে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ।
আশুরার (১০ মহররম) রোজা অতীত বছরের গুনাহ মাফের কারণ হয়।
এটি ধৈর্য, ত্যাগ ও আত্মনিবেদনের শিক্ষা দেয়।