নিয়মিত এই পাতা খেলে এটি হজম ক্ষমতার উন্নতি করে, ক্লান্তি দুর করে, কাশি কমায়, কাটার ক্ষত স্থান তাড়াতাড়ি নিরাময় করতে সাহায্য করে। ইউটিআই বা মুত্রনালীর সংক্রমণ কমায়, কৃমির সমস্যা দুর করে, বমি বমি ভাব কিংবা বমির উপশম করে। প্রদাহ কমাতে ও নিম পাতা দারুন কাজে আসে। শুধু তাই নয়, নিম পাতা খাওয়ার অভ্যাসে ত্বক পুনরুজ্জীবিত হয়।