মাং শব্দটি অনেকে গালি হিসেবে জানে। তবে এটা গালি নয় এটা হলো মাথার মাঝখানে অংশ। অর্থাৎ দুই পাশে চুল আচড়ানোর সময় মাথায় একটা ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা অংশটাকে মাং বলে। বিশেষ করে মেয়েদেরটা বোঝা যায়। কারণ হিন্দু মেয়েদের সেখানে সিঁদুর পড়ানো হয়। বাংলাদেশে আবার এটিকে যোনি হিসেবে অনেকে আখ্যায়িত করে থাকেন।