আমার সাধারণত ২৮ দিনে মাসিক হয়৷
মাসিকের শুরুর দিন থেকে হিসাব করলে ৯ম দিনে সহবাস করি৷ সহবাসের দুই ঘন্টা পর একটি norix পিল সেবন করি৷ পিল সেবন করার পর হালকা বমি বমি ভাব এবং পেট ব্যথা করেছিলো ৷ [উল্লেখ্য যে আমি আগে কোনদিন কোনরকম পিল সেবন করিনি]
গতকাল মাসিকের ১৫ তম দিন ছিলো৷ কিন্তু গতকাল রাতে দেখলাম হালকা কালো বর্ণের স্রাব বের হচ্ছে ৷ বিষয়টি নিয়ে একটু চিন্তায় পড়ে গিয়েছি ৷ আমার কি প্রেগন্যান্ট হবার ঝুঁকি আছে?