যে বাক্যে কোন বক্তব্য, তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে বিবৃতিবাচক বাক্য বলে । যেমন— এবছর বেশি বৃষ্টি হয়নি । আমাদের একটি বড় বাগান আছে । এধরণের বাক্য আবার দুই রকমের—
(i) ইতিবাচক বাক্য বা অস্তর্থক বা হ্যাঁ বাচক ও
(ii) নেতিবাচক বা নঞর্থক বা না বাচক ।
(i) ইতিবাচক বাক্য বা অস্তর্থক বা হ্যাঁ বাচক — যে বাক্যের অর্থকে স্বীকৃতি দেয়া হয় তাকে ইতিবাচক বাক্য বা অস্তর্থক বা হ্যাঁ বাচক বাক্য বলে । যেমন ছাত্রীরা রোজ বাংলা ক্লাস করে । আমি গান শুনতে ভালবাসি ।
(ii) নেতিবাচক বা নঞর্থক বা না বাচক বাক্য — যে বাক্যের অর্থ না বাচক অর্থাৎ নেতিবাচক, তখন তাকে নঞর্থক বাক্য বলে ।