আমি বিয়ে করেছি ৬ মাস হল । বাবা হতে সক্ষম কিনা তা পরীক্ষার জন্য আমার স্ত্রীর সঙ্গে মিলন করি কোন রকম পিল বা কনডম ব্যবহার ব্যতিত ৷ এখন আমার প্রশ্ন হলো ৬-৭ দিনের মধ্যে প্রেগন্যান্সি টেস্ট কিট দ্বারা পরীক্ষা করে বুঝার কোন উপায় আছে কি যে আমার স্ত্রী গর্ভবতী হতে চলেছে বা আমি বাবা হতে সক্ষম ?