ডিসেম্বর মাসের ৯ তারিখ মাসিক শুরু হয় এবং ১৫ তারিখ শেষ হয়। তারপর ১৭ তারিখ সহবাস করা হয় এবং অনিচ্ছায় বীর্য ভিতরে চলে যায়। তারপর সেদিনই সহবাস এর ৩০ মিনিট পর ইমারজেন্সি (সেটফ্রী) পিল খাওয়া হয়। তারপর কয়দিন কোন সমস্যা হয় না। কিন্তু ২১ তারিখ থেকে রক্তপাত শুরু হয়। এইটা কিসের জন্য হলো এবং এইটার জন্য কি আবার প্রেগন্যান্ট হয়ে যাবে না তো?