পিটেড ক্যারাটোলাইসিস হলে পায়ের তালুতে ছোট ছোট ছিদ্র বা গর্ত হয়ে যায়৷ এটি অপরিস্কার থাকার কারনে হয়ে থাকে৷ তাই পায়ের তালু ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে প্রতিদিন৷ আর এই সমস্যা যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমণের কারনে হয়ে থাকে তাই এন্টিব্যাকটেরিয়াল ক্রীম বা মলম লাগাতে হবে বেশ কিছুদিন ৷ তাহলে আস্তে আস্তে পায়ের তালু ঠিক হয়ে যাবে৷
মো. আব্দুল কুদ্দুস, আস্ক অ্যানসারস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক৷ তিনি পেশায় একজন স্কুল শিক্ষক (আইসিটি) এবং ডিপ্লোমা প্যারামেডিকেল চিকিৎসক৷ তিনি মানুষের উপকার করতে ভালোবাসেন৷ আর তাই মানুষের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে উপকারের স্বার্থে প্রতিষ্ঠা করেন আস্ক অ্যানসারস৷ ব্যক্তিগতভাবে তিনি একজন আদর্শবান সৎ মানুষ৷