ফেক্সোফেনাডিন (Fexofenadine ) একটি ননসিডেটিভ অ্যান্টিহিস্টামিন ৷ এই অ্যান্টিহিস্টামিনগুলো তুলনামুলকভাবে কম ঝুঁকিপূর্ণ। যাদের অ্যালারজিক রাইনিটিস (ধুলা, পরাগ, তেলাপোকা ইত্যাদির সংস্পর্শে আসলে হাঁচি হওয়া) আছে তারা রাতে একবার ফেক্সোফেনাডিন নিলে হাঁচি ও নাক থেকে পানি পড়ার উপশম হবে।
আমান সিদ্দীকি, আস্ক অ্যানসারস এর সম্পাদক এর দায়িত্বে আছেন৷ ছোটকাল থেকেই লেখালেখি করতে খুব ভালোবাসেন৷ আর তাই মানুষকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে লেখালেখি চালিয়ে যাচ্ছেন৷ তার স্বপ্ন ভবিষ্যতে একজন সফল লেখক হওয়ার৷