না তেল মালিশ করলে কখনো পেনিসের দৈর্ঘ্য বৃদ্ধি পায় না ৷ তবে পেনিসের পেশিগুলো অনেক দূর্বল থাকলে তেল মালিশের ফলে তা সবল হয়৷ ফলে পেনিসে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় ৷ যার ফলে পেনিস পূর্বের তুলনায় বেশি শক্ত, মোটা মনে হয় ৷ কিন্তু লম্বা হয় না ৷
ফারাবি রাহমান, আস্ক অ্যানসারছ এর সমন্বয়ক এবং সহযোগী পরিচালক ৷ পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক ৷ মানুষের উপকার করতে ভালোবাসেন ৷ তাই স্বাস্থ্যগত সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে মানুষের উপকার করছেন ৷ আস্ক অ্যানসারছ এর প্রশাসক প্যানেলে থেকে সাথে আছেন সবসময় ৷